পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্যসমূহ : পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্যগুলি হল —
বিষয় | পূর্ব হিমালয় | পশ্চিম হিমালয় |
উচ্চতা ও বিস্তার | পূর্ব হিমালয়ের উচ্চতা ও বিস্তার পশ্চিম হিমালয়ের তুলনায় কম। | পশ্চিম হিমালয় অনেক বেশি উঁচু ও বিস্তৃত। |
গিরিশৃঙ্গ ও হিমবাহ | পূর্ব হিমালয়ে সুউচ্চ গিরিশৃঙ্গ এবং হিমবাহের সংখ্যা খুব কম। | পশ্চিম হিমালয়ের শৃঙ্গগুলি খুব উঁচু এবং পূর্ব হিমালয়ের তুলনায় হিমবাহের সংখ্যা বেশি। |
সমান্তরাল পর্বতশ্রেণি | একমাত্র অরুণাচল প্রদেশ ছাড়া বাকি অংশে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণিগুলি স্পষ্টভাবে লক্ষ করা যায় না। | হিমালয়ের চারটি সমান্তরাল পর্বতশ্রেণি এখানে স্পষ্টভাবে দেখা যায়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।