দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হওয়ার কারণ : দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, অপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রচুর সংখ্যায় জলাশয় আছে, যেগুলি ব্যাপকভাবে সেচকার্যে ব্যবহার করা হয়। এর কারণগুলি হল—
1. অপ্রবেশ্য শিলাস্তর: এখানে মাটির নীচে অধিকাংশ অপ্রবেশ শিলাস্তর থাকায় বৃষ্টির জল ভূগর্ভে বিশেষ সঞ্চিত হয় না।
2. ঢেউ-খেলানাে ভূমি: এখানকার ভূপৃষ্ঠ ঢেউ-খেলানাে বা তরঙ্গায়িত বলে বর্ষার উদ্বৃত্ত জল সহজেই নিম্ন অঞ্চলে ধরে রাখা যায়।
3. খাল খননে অসুবিধা : বেশিরভাগ স্থানে কঠিন শিলাস্তর এবং বন্ধুর ভূমিরূপের জন্য খাল খনন করা কঠিন ও ব্যয়সাধ্য।
4.নদীর জল পাওয়ার অসুবিধা : এখানকার নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ চিরপ্রবাহী নয়। তাই সারাবছর সেচের জন্য নদীর জল পাওয়া যায় না।
এইসব কারণের জন্য দক্ষিণ ভারতে জলাশয়ের দ্বারা জলসেচের গুরুত্ব ও ব্যবহার খুব বেশি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।