ভারতের পশ্চিম উপকূলের সমভূমির শ্রেণিবিভাগ করাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের পশ্চিম উপকূলের সমভূমির শ্রেণিবিভাগ : পশ্চিম উপকূলের সমভূমি চার ভাগে বিভক্ত —
1. গুজরাত উপকুলীয় সমভূমি : এই অঞ্চলটি গুজরাতের কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ থেকে দক্ষিণে মহারাষ্ট্রের উত্তরসীমা পর্যন্ত বিস্তৃত।
2. কোঙ্কন উপকূলীয় সমভূমি : মহারাষ্ট্রের উত্তর প্রান্ত থেকে গােয়া পর্যন্ত বিস্তৃত এই উপকূল ভগ্ন ও সংকীর্ণ।
3. কর্ণাটক উপকূলীয় সমভূমি : উত্তরে গােয়া থেকে দক্ষিণে কর্ণাটকের দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃত এই উপকূল অঞ্চল ভগ্ন ও সংকীর্ণ।
4. মালাবার উপকূলীয় সমভূমি : সর্ব দক্ষিণে কেরল রাজ্যের উপকূলের নাম মালাবার উপকূল। এই উপকূলটি বেশ প্রশস্ত । এই অংশে কয়াল বা ব্যাকওয়াটারস লক্ষ করা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।