ভারতের দ্বীপভূমির অর্থনৈতিক গুরুত্ব কতখানি? । Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভারতের দ্বীপভূমির অর্থনৈতিক গুরুত্ব :
1. কৃষিকাজে সহায়ক : এখানে প্রচুর নারকেল বাগিচা রয়েছে। এ ছাড়া এখানে চাষবাসও যথেষ্ট পরিমাণে হয়।
2. পর্যটন শিল্পের প্রসার : প্রতিটি দ্বীপই পর্যটন কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়েছে। তাই পর্যটন শিল্প এখানকার প্রধান শিল্প।
3. সামুদ্রিক দ্রব্য সংগ্রহ কেন্দ্র : সামুদ্রিক নানা দ্রব্যের সংগ্রহের প্রধান কেন্দ্র হল এই দ্বীপগুলি।
4. মৎস্যশিকার কেন্দ্র : এগুলি মাছ শিকারের প্রধান কেন্দ্র।
5. বনজ সম্পদে সমৃদ্ধ : বঙ্গোপসাগরের দ্বীপগুলির বনজ সম্পদ খুবই মূল্যবান।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।